দ্বাদশ সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের

0
119
জি এম কাদের

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

রোববার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্পিকারের আদেশক্রমে সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১, রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২, চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

বিরোধী দলীয় নেতা হিসেবে জি এম কাদের মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন।

এর আগে গত ১৮ জানুয়ারি জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত অনুমোদন করে দলটি। এরপর তা স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে।

একাদশ সংসদে জাপার তৎকালীন চেয়ারম্যন হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী দলীয় নেতা ও জি এম কাদের রিরোধীদলীয় উপনেতা ছিলেন।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১ আসনে জয়ী হয়েছে। ২৯৮ আসনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। একটি আসন করে পেয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং কল্যাণ পার্টি। বাকি ২২২ আসনে জয় পায় আওয়ামী লীগ।

এবারই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৬ সালে ৩২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.