দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা

0
6
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার (১৫ সেপ্টেম্বর) আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই সেখানে পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এই বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন ওআইসির মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

এর আগে, সকালে দুই দিনের জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে পৌঁছান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫ হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.