আমিন খানের সঙ্গে কথা বলার শেষ পর্যায়ে তিনি তাঁর ভাইয়ের ফোন নম্বর দিলেন। কথা হলো আশরাফুল ইসলামের সঙ্গে। আশরাফুল জানালেন, তিনি বিজ্ঞাপন নির্মাতা। কিছু নাটক ও টেলিছবি বানিয়েছেন। অভিনয়ও করেছেন। পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে টেন্ডারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না। গতকাল ভাইয়ার (আমিন খান) কাছ থেকে শুনলাম। কিছু কিছু নিউজে লেখা হয়েছে, সেই আরাভ খান, চিত্রনায়ক আমিন খানের ভাই। এটা সত্য নয়। সেই ব্যক্তি তো এখন দুবাইয়ে আছেন। আমি দেশে বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছি। এখনো কাজেই বের হয়েছি।’
আশরাফুল ইসলাম জানালেন, তাঁর ডাকনাম আরাভ খান। বন্ধু ও পরিচিত মহলে তিনি আরাভ খান নামেও পরিচিত। তবে খুব কম মানুষই জানেন এই নাম। তিনি ক্যারিয়ারে প্রথম একটি সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমার নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। পরিচালক ছিলেন এ কিউ খোকন। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নামটাই ব্যবহার করেন। তার পর থেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘বিষয়টা এখন মানসম্মানের হয়ে দাঁড়িয়েছে। অনেকেই দুই আরাভ খানের সঙ্গে আমার ছবিও গুলিয়ে ফেলেছেন। কেউ কেউ মিলও পাচ্ছেন। সবাইকে বলব, বিভ্রান্ত হবেন না। আমরা সে রকম কোনো পরিবারের মানুষ নই। আমাদের সমাজে একটা সম্মান রয়েছে। যে কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন।’
আমিন খান জানালেন, তাঁরা তিন ভাই। আরেক ভাইয়ের নাম আরিফুল ইসলাম। সবাই ঢাকাতেই থাকেন। আমিন খান বলেন, ‘সম্মানটা অনেক বড় একটি জিনিস। এই ঘটনায় সত্যটা না জানলে অনেকেই ধরে নেবেন সেই ব্যক্তি আমার ভাই। তার আগেই সবার ভুল ভাঙানো জরুরি। কারণ, এখন যেভাবে অনলাইনে নিউজ হয়, সেসব খবরে অনেকেই মিথ্যাকেই সত্য বলে ধরে নেন।’ পরে আমিন খান এই প্রতিবেদককে ভাইয়ের সঙ্গে ছবিও পাঠান।