দুই মাস অপেক্ষা করতে বললেন প্রসেনজিৎ

0
149
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

অভিনেতা হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তিনি ফিরছেন পরিচালনায়, তাও দীর্ঘ ২৫ বছর পর। সিনেমা নির্মাণের এই খবর প্রসেনজিৎ নিজেই দিয়েছেন। তাবে সিনেমার নাম, কারা অর্থলগ্নি করছে বা পাত্রপাত্রীর পরিচয় কিছুই জানাননি তিনি।

প্যান ইন্ডিয়া প্রজেক্টের এই সিনেমা নির্মাণের কাজ শিগগিরই হাতে নিতে চলেছেন তিনি। সিনেমাটি সর্বভারতীয় হলেও বাংলা ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরা হবে বলে ভারতীয় গণমাধ্যমে প্রসেনজিৎ জানান এই অভিনেতা।

প্রসেনজিতের ভাষ্য, ‘দুই মাস অপেক্ষা করুন। নভেম্বর মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’

তিনি আরও বলেন, ‘বাংলা ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে এ সিনেমা। ইংরেজিতেও হতে পারে। আসলে বাংলার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এই সংস্কৃতি আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই।’

সিনেমাটি হতে যাচ্ছে প্রসেনজিতের তৃতীয় নির্মাণ। এর আগে ১৯৯২ সালে ‘পুরুষোত্তম’ পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ। নায়িকা ছিলেন এই অভিনেতার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। আর নায়ক হয়েছিলেন প্রসেনজিৎ নিজেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.