দুই দাবিতে বিক্ষোভে নেমেছে এনসিপি, ইসি ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা

0
22
দুই দাবিতে বিক্ষোভে নেমেছে এনসিপি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থায় নির্বাচন কমিশনের সুরক্ষা নিশ্চিতের জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন ভবন ঘিরে।

বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টা থেকে দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। সমাবেশে স্বাগত বক্তব্য দিয়েছেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।

এদিকে, এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। সেখানে পুলিশের পাশাপাশি সতর্ক উপস্থিতি রয়েছে কোস্ট গার্ড, বিজিবি, র‌্যাব ও সেনাসদস্যদের।

এর আগে, মঙ্গলবার (২০ মে) রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.