বিশ্বের প্রভাবশালী ৯০ নারীর তালিকা প্রকাশ করেছে ‘দ্য শিফট’ নামে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তালিকায় সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, বিলি আইলিশের মতো আন্তর্জাতিক তারকার পাশে জায়গা করে নিয়েছেন দীপিকা। তালিকায় আরেকজনমাত্র ভারতীয় আছেন, তিনি নির্মাতা জোয়া আখতার।
এ সাফল্য দীপিকার কাছে শুধু আরেকটি পালক নয়; বরং নিজেকে আরও দায়িত্ববান করে তোলার উপলক্ষ। রোববার অনুভূতি জানাতে গিয়ে তেমনটাই উল্লেখ করেছেন এই তারকা।

ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘দ্য শিফট আমাদের ভবিষ্যৎ গঠনকারী ৯০ জন কণ্ঠকে সম্মান জানিয়েছে। এ সম্মান আমার কাছে গর্বের। আমি কৃতজ্ঞ।’ দীপিকার কাছে সফলতার সংজ্ঞা শুধু পেশাগত অর্জনে সীমাবদ্ধ নয়। নিজের অভিজ্ঞতা থেকে তিনি আরও লিখেছেন, ‘আমার কাছে সফলতা মানে শুধু কাজের স্বীকৃতি নয়। মানসিকভাবে ভালো থাকা, আত্মসচেতন থাকা। শৃঙ্খলাবোধ ও চারিত্রিক দৃঢ়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি সেই মানুষদের পাশে থাকতে, যারা ধৈর্য ও সততার মূল্য বোঝে।’
দীর্ঘ ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেই গড়েছেন নিজের জায়গা। সাফল্যের পাশাপাশি দীপিকার আরেক পরিচয়—একজন সমাজসচেতন কণ্ঠস্বর। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার সাহস দেখিয়েছেন তিনি, যা ভারতীয় সমাজে এখনো একটি বড় ট্যাবু। তাঁর গড়া ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ ভারতের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। উদ্বেগ, বিষণ্নতা ও আত্মহত্যাপ্রবণতা নিয়ে নিজে ভুক্তভোগী হওয়ায় তাঁর কণ্ঠ অন্যদের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য।

৩ জুলাই ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায়ও দীপিকার নাম উঠেছে। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এ মর্যাদায় অভিষিক্ত হলেন। এ ঘোষণা তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেও তুলে ধরে। দীপিকার অভিনয় ক্যারিয়ারও থেমে নেই।
বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে কিং ছবির শুটিংয়ে ব্যস্ত। দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের পরিচালনায় একটি প্যান ইন্ডিয়া প্রজেক্টেও অভিনয় করবেন তিনি। পাশাপাশি ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ‘কল্কি ২’ নামের বহুল প্রতীক্ষিত সিনেমার কাজ।