থাইল্যান্ডে জিপিএ ২.৭৫ হলেই বৃত্তির আবেদন, থাকবে ভাতা–টিকিট–আবাসনের সুবিধা

0
160
বৃত্তি

বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড। দেশটির চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপের আওতায় দুই বছরমেয়াদি স্নাতকোত্তর পড়া যাবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফরমটি পূরণ করতে হবে।

সুযোগ-সুবিধাগুলো—

  • টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচ;
  • ভিসা ফি;
  • মাসিক ভাতা;
  • রাউন্ড এয়ার ট্রিপ;
  • বিনা খরচে আবাসনসুবিধা;
  • শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা;
  • স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।

দুই বছরমেয়াদি স্নাতকোত্তর পড়া যাবে চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপ পেলে।
দুই বছরমেয়াদি স্নাতকোত্তর পড়া যাবে চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপ পেলে।ফাইল ছবি

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে;
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ও থাকতে হবে আইইএলটিএস বা টোয়েফল সনদ;
  • চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি, ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সসহ যেকোনো একটি বিষয়ে সিজিপিএ অন্তত ২ দশমিক ৭৫ থাকতে হবে;
  • যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য আবেদন করতে হবে।
*আবেদন ফরম ও বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন এখানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.