তুরস্কে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ৬১২ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সরকার। তারা যথাযথ আইন মেনে ভবন নির্মাণ না করায় ভবনে ত্রুটি ছিল বলে অভিযোগ।
শনিবার এ তথ্য জানান তুরস্কের আইনমন্ত্রী বেকির বজদাগ। খবর আল-জাজিরার।
বেকির বজদাগ বলেন, ভবন নির্মাণে ত্রুটির সঙ্গে জড়িত থাকায় ইতিমধ্যে ৬১২ জন সন্দেহভাজনের মধ্যে ১৮৪ জন কারাগারে আছেন। তাঁদের মধ্যে ভবন নির্মাণের ঠিকাদার, মালিক ও ব্যবস্থাপকেরা রয়েছেন।
৬ ফেব্রুয়ারি ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে প্রায় ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া সিরিয়ায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।