‘তুফান’, ‘আজব কারখানা’র সঙ্গে ‘ডেডপুল ৩’

0
55
‘তুফান’ সিনেমার আলোচিত ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানের দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী, ছবি: প্রযোজনা সংস্থা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার দেশের কোনো প্রেক্ষাগৃহে দেশি নতুন সিনেমা মুক্তি পায়নিা। তবে ঈদের ছবি ‘তুফান’ এবং গত ১২ জুলাই মুক্তি পাওয়া ‘আজব কারখানা’ ছবি দুটি চলছে। পাশাপাশি শুক্রবার স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে হলিউডের নতুন ছবি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মুক্তি পেয়েছে। গত ২৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি।

‘তুফান’ দিয়ে হলমুখী হয়েছিল দর্শকেরা। ছবি: ফেসবুক
‘তুফান’ দিয়ে হলমুখী হয়েছিল দর্শকেরা। ছবি: ফেসবুক

গত ২০ জুলাই থেকে কারফিউ জারি হয় দেশে। তার আগেই কোটা সংস্কার আন্দোলনের কারণে দর্শক–খরায় ১৮ জুলাই থেকে সিনেমা হল বন্ধ হয়ে যায়। কারফিউ শিথিল হলে ২৫ জুলাই আবার সীমিত আকারে প্রেক্ষাগৃহ খোলা হয় কিন্তু দর্শকের অভাবে কয়েক দিনের মাথায় কোনো কোনো একক হল আবারও বন্ধ হয়। তবে মাল্টিপ্লেক্সে কিছু কিছু শো চলেছে।

তুফান ছবির পরিবেশক আলফা আই স্টুডিওজের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন জানান, সব কটি মাল্টিপ্লেক্স ছাড়াও প্রায় ৭০টি একক হলে ছবিটি চলছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে দর্শকের প্রভাব পড়ে প্রেক্ষাগৃহে। সিনেমা হল বন্ধও থাকে কিছুদিন। চলতি সপ্তাহে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৫০টি একক হলে চলবে “তুফান”। তিনি বলেন, ‘দর্শক না ফিরলে হয়তো সামনে সপ্তাহে আরও হল কমে যাবে ছবিটির।’

‘আজব কারখানা’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়
‘আজব কারখানা’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, নির্মাতার সৌজন্যে

দেশের এমন পরিস্থিতিতে দর্শক–খরার কারণে ‘আজব কারখানা’ ছবিটি এ সপ্তাহে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস থেকে নেমে গেছে। তবে ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন দুটি শো থাকছে ছবিটির।

খবরটি নিশ্চিত করে সরকারি অনুদানের এ ছবির সহপ্রযোজক সামিয়া জামান গতকাল বিকেলে বলেন, ‘ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন দুটি শো চলবে। দেশের পরিস্থিতিতে দর্শক–খরার কারণে সেপ্টেম্বরের আগে হয়তো নতুন ছবি মুক্তি পাবে না।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর দৃশ্য। আইএমডিবি
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর দৃশ্য। আইএমডিবি

এ কারণে প্রত্যাশা ছিল, হলিউডের ছবির পাশাপাশি অন্তত দুটি বাংলা ছবি থাকবে স্টার সিনেপ্লেক্সে। কিন্তু আজব কারখানা থাকছে না। বাণিজ্যের ব্যাপারস্যাপার আছে। “আজব কারখানা” চালানো না চালানোর সিদ্ধান্ত তারা নিতেই পারে।’

এদিকে মাল্টিপ্লেক্সের মধ্যে স্টার সিনেপ্লেক্সে ২২টি, লায়ন সিনেমাসে ৪টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৬টি করে শো চলবে ‘তুফান’ ছবির।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘৪৫টি শো থেকে কমিয়ে চলতি সপ্তাহে ‘তুফান’-এর ২২টি শো চালাচ্ছি। পাশাপাশি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর ৫০টি করে শো চলবে। দেশের চলমান পরিস্থিতির কারণে চরমভাবে দর্শকের প্রভাব পড়েছে সিনেমা হলে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.