উজান থেকে নেমে আসা পানির ঢলে লালমনিরহাটে তিস্তা নদীতে পানি আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় ও ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট।
এতে ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের মানুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডালিয়া পয়েন্টে পানি পরিমাপক কর্মকর্তা নূর ইসলাম। তিনি জানান, বর্তমানে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে নদীর পানি চতুর্থ বারের মতো বাড়তে শুরু করেছে।
এ দিকে পানি নিয়ন্ত্রণে হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।