নান্দনিক লুসাইল স্টেডিয়ামে জর্ডানকে রুপকথা লিখতে দেয়নি স্বাগতিক কাতার। এএফসি এশিয়ান কাপের ফাইনালে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে কাতার। এতে ২০০৪ সালে জাপানের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চম দেশ হিসেবে শিরোপা ধরে রেখেছে আরবের এই দেশটি। স্বাগতিকরা তিনটি গোলই পেয়েছে পেনাল্টি থেকে এবং তিনটি গোলই করেন আকরাম আফিফ।
স্বাগতিক দর্শকদের পেয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক খেলে কাতার। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ফরোয়ার্ড আকরাম আফিফ। ৬৭ মিনিটে দুর্দান্ত এক হাফ ভলিতে জর্ডানকে সমতায় ফেরান আল নামত। এর ৬ মিনিট পর ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন আফিফ।
ম্যাচের যোগ করা সময়ে ফের পেনাল্টি পায় কাতার। হ্যাটট্রিক গোল করেন প্রথম দুই গোল করা আফিফ। শেষ পর্যন্ত এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন কাতার। অন্যদিকে রেফারির শেষ বাঁশি বাজার পর জর্ডান কান্নায় ভেঙে পড়ে। প্রথম আন্তর্জাতিক শিরোপার জন্য তাদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হলো।