তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে’ কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণার দাবি

0
7
তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে’ দাবি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাই কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিলি মাস্টার্স ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বী। তিনি বলেন, তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরেজমিন পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রদান করতে হবে।

এই তিন দফা দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.