সারা বছর কাজের ব্যস্ততায় নিজেদের মতো করে সময় কাটাতে পারেন না শোবিজের তারকারা। ফলে সময় পেলেই ছুটে যান দেশের বাইরে। বর্তমানে ছুটি কাটাতেও বিদেশে পাড়ি দিয়েছেন একাধিক তারকা। কেউ গেছেন পরিবার নিয়ে, কেউ স্বামীর সঙ্গে, কেউবা কাজের ফাঁকে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ঘোরাঘুরির ফাঁকে ক্যামেরায় ধারণ করা প্রিয় মুহূর্তগুলো প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

একদিন আগেই ফ্রান্সের একটি ছবি শেয়ার করেছেন বর্ষা। দেখেই বোঝা যাচ্ছে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন তারা। আইফেল টওয়ারের সামনে দুই ছেলেকে নিয়ে পোজ দিয়েছেন অনন্ত-বর্ষা।
মিসর ঘুরচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। পিরামিড–দর্শনের পাশাপাশি পুরান কায়রোও ঘুরে দেখেছেন তিনি। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পুরানো কায়রোর বিস্ময় অন্বেষণ’।
-6540ca4a58386.jpg)


















