১

তাপসী সাধারণ দুধ হজম করতে পারেন না। তাই খান ল্যাকটোজ ফ্রি দুধ।
২

চকলেট খুব একটা পছন্দ করেন না তাপসী, কিন্তু বাসায় সবসময় রাখেন মূলত অতিথিদের জন্যই
৩
যখন কোনোদিন খুব মন খারাপ লাগে, মিষ্টি খেতে ইচ্ছে করে, সেসব দিনের জন্য বাসায় রাখেন ক
৪

বাসায় বানানো হলুদের আচার তাপসী ভাত দিয়ে খান, আবার রুটির সঙ্গে চলে।
৫

ভারতের গোয়ায় ‘কোকাম’ বলে একটা ফল হয়। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলের শরবত নিয়মিত খান তাপসী।
৬

নিয়মিত ঘি খান তাপসী। এটা যেমন উপাদেয়, তেমনি স্বাস্থ্যকর। আর ত্বকের জন্যও উপকারী।
৭

আর যখনই দিল্লি যান, অন্তত একবারের জন্য হলেও তার নাশতায় ছোলা বাটোরা খাওয়া চাই।