তমা থেকে ইধিকা, নায়িকাদের মধ্যে কে কেমন করলেন

0
13
ঈদের ছবির নায়িকাদের মধ্যে কে কেমন করলেন।

ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’–এ সে অর্থে কোনো নায়িকা ছিল না। পুলিশি তদন্ত ঘরানার সিনেমাটি এগিয়েছে প্রধান অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে। এ ছাড়া ‘অন্তরাত্মা’ সিনেমাটি সেভাবে শো পায়নি। বাকি চার সিনেমার মধ্যে তিনটির নায়িকা তমা মির্জা, ইধিকা পাল ও শবনম বুবলীকে নিয়েই কথা হয়েছে বেশি। ঈদের ছবির নায়িকারা কে কেমন করলেন?

ঈদে সবচেয়ে বেশি হলে প্রদর্শনী চলছে মেহেদী হাসানের ‘বরবাদ’ সিনেমাটির। শাকিব খানের বিপরীতে সিনেমাটির নায়িকা ইধিকা পাল। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর বড় পর্দার ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে, শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে। মাঝে গত বছর দেবের বিপরীতে ‘খাদান’ করেছেন। ‘প্রিয়তমা’ ও ‘খাদান’ ব্যবসায়িক সাফল্য পেয়েছে, ‘বরবাদ’ও হাঁটছে একই পথে। তিন সিনেমাতেই ইধিকার অভিনয় প্রশংসিত হয়েছে।

শাকিব খান ও ইধিকা পাল। ছবি: ফেসবুক থেকে
শাকিব খান ও ইধিকা পাল। ছবি: ফেসবুক থেকে

বাণিজ্যিক সিনেমার নায়িকা যে কেবল গ্ল্যামারসর্বস্ব নন, সেটা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। ‘প্রিয়তমা’র চেয়ে ‘বরবাদ’–এ তাঁর অভিনয়ের সুযোগ ছিল বেশি, তাঁর চরিত্রটিতে কয়েকটি স্তর ছিল। সিনেমার দ্বিতীয়ার্ধ থেকে চরিত্রটি পুরোপুরি বদলে যায়। বিরতির আগে ও পরে দুই ধরনের ভূমিকাতেই তিনি মানিয়ে গেছেন। নীতু চরিত্রটির যে মূল সুর, সেটা ধারণ করতে পেরেছেন তিনি। রোমান্টিক দৃশ্য, অসহায়ত্ব থেকে বদলে যাওয়া ভূমিকাতে তাঁর এক্সপ্রেশন দর্শককে ছুঁয়ে গেছে। একটাই সমস্যা, তাঁর উচ্চারণে এখনো ‘কলকাতার টান’ কিছুটা আছে, যদিও সেটা ‘প্রিয়তমা’র চেয়ে কম।

‘দাগি’তে জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’, ‘আমলনামা’ থেকে ‘দাগি’—অভিনেত্রী হিসেবে আরও পরিণত হয়েছেন তমা। প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে ত্যক্তবিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত জেরিন হিসেবে তাঁকে মনে রাখতেই হবে।

তমা মির্জা। ছবি: ফেসবুক
তমা মির্জা। ছবি: ফেসবুক

খুনসুটি, অভিমান, অসহায়ত্ব থেকে সিনেমার ক্ল্যাইম্যাক্সে তাঁর অভিনয় মন ছুঁয়ে যায়। ক্যামেরায় তাঁর সংলাপ বলা, এক্সপ্রেশন দেখে মনে হয়েছে পর্দায় যেকোনো ধরনের চরিত্রের জন্য তৈরি তিনি। গত কয়েক বছরে অনেক কাজেই পর্দায় অসহায় গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেখান থেকে এ ছবিতে ‘পাশের বাড়ির মেয়ে’ চরিত্রেও তিনি ভালো করেছেন।

‘জংলি’তে দুই নায়িকা দীঘি ও শবনম বুবলী। ছবিতে নূপুর চরিত্রে দীঘির উপস্থিতি খুবই কম। তিনি যতক্ষণ ছিলেন তাতে ছাপ ফেলার মতো কিছু করতে পারতেন না। তাঁর অভিনীত চরিত্রটি সিনেমায় বাড়তি কিছু যোগও করতে পারেনি।

শবনম বুবলী
শবনম বুবলী, ফেসবুক থেকে

তবে তিথি চরিত্রে বুবলী বেশ ভালো অভিনয় করেছেন। যদিও তাঁর আরও ভালো করার সুযোগ ছিল। তবে দর্শক নন-গ্ল্যামারাস লুকে বুবলীকে পছন্দই করেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অফট্র্যাক চরিত্র তিনি ভালো সামলাতে পারেন, সে প্রমাণ ‘টান’ বা ‘দেয়ালের দেশ’-এ পাওয়া গেছে। ‘জংলি’র ইন্টার্ন চিকিৎসকের চরিত্রটিও তেমনই।

ঈদের আরেকটি সিনেমা ‘জ্বীন ৩’–এর গান আলোচিত হলেও সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। ছবির মূল সমস্যা অতি অভিনয়। অতি অভিনয়ের দৌড়ে শীর্ষে ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিতে ফারিয়া নামের গ্রামের এক মেয়ের চরিত্র করেছেন তিনি। তবে ছবিজুড়ে চরিত্রের মধ্যে ঢুকতে পারেননি। অপরিণত অভিব্যক্তি আর কণ্ঠস্বরে নিজেকে ছাড়িয়ে গেছেন ফারিয়া। তবে গানের দৃশ্যে তাঁর অভিব্যক্তি যথাযথ ছিল।

আরেক ছবি ‘অন্তরাত্মা’য় ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিকের অভিনয়ও তেমন ছাপ রাখতে পারেনি। পুরোনো দিনের ঢাকাই সিনেমার আদলে নির্মিত এ ছবি নিয়ে তেমন আলোচনাও হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.