তথ্য অধিকার আইন সংস্কার ও প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠনের আহ্বান টিআইবি প্রধানের

0
36
নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তথ্য অধিকার আইনের দুর্বলতা দূর করে কমিশনকে ঢেলে সাজানোর পরামর্শ দিলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। নতুন বাংলাদেশে দলীয় প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।

ড. ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশে যতগুলো কমিশন আছে, সবগুলোই অবসরপ্রাপ্ত দলীয় লোকদের মাধ্যমে নিয়ন্ত্রিত। কোনো কমিশনই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ সময় দলীয় প্রভাবমুক্ত কমিশন গঠনের ওপর বারবারই গুরুত্বারোপ করেন।

টিআইবির এ নির্বাহী পরিচালক বলেন, তথ্য অধিকার কমিশন গঠনে যা অর্জিত হয়েছে, সবটাই কাগজে-কলমে। এটি মানুষের তেমন কোনো কাজে আসেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.