ঢাবিতে বিপ্লবী ছাত্র জনতার সমাবেশ, ৫ দফা দাবি

0
39
ঢাবিতে বিপ্লবী ছাত্র জনতার সমাবেশ

রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখনো আওয়ামী সিন্ডিকেট কাজ করছে। এসব সিন্ডিকেটকে দ্রুত সরানোসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যে এক সমাবেশে এই দাবি তুলে ধরা হয়।

সমাবেশে বক্তারা বলেন, শতশত মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে। তবে শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয়। সচিবালয় থেকে শুরু করে সব প্রশাসনে এখনো আওয়ামলী গের দোসরা সক্রিয়। ধরা ছোয়ার বাইরে রয়েছে আওয়ামী ব্যবসায়ীরা। যারা

বক্তারা আরও বলেন, ছাত্র আন্দোলনের সময় যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে, ছাত্র হত্যাকে সমর্থন করেছে, তাদেরকে সব জায়গা থেকে প্রতিহত করতে হবে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। বিভিন্ন বিশ্ববিদয়ালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যা সমর্থনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও জানান, অন্তর্বর্তী সরকার জনগণের চিন্তা মাথায় রেখে কাজ করছে এমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। সমাবেশে সরকার যদি কাজ করতে ব্যর্থ হয়, তাদেরকে পদত্যাগ করতেও আহ্বান জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.