ঢাকার বাইরে ৩টি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

0
21
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

রাজধানীতে আর কোনও বিশেষায়িত হাসপাতাল হবে না।বিদেশি অর্থায়নে ঢাকার বাইরে তিনটি বিশেষায়িত হাসপাতাল হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মিন্টোরোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল রেফারেল সেন্টার হিসেবে গণ্য হবে।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।অনুপ্রেরণা জোগাতে স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষায়িত বেতন বোর্ড করার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.