প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সংখ্যা কম থাকলেও, ধীরে ধীরে বাড়ছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের চলাচল।
বুধবার (২৪ জুলাই) সকালে মহাসড়কের বিভিন্ন অংশে দেখা গেছে, সড়কে গত এক সপ্তাহের তুলনায় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল বেড়েছে। তবে সংখ্যায় কম।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বেড়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহলে রয়েছে।