ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের, হাসপাতালে ২৭৩১

0
283
প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ছবিটি রোববার রাজধানীর কামরাঙ্গীরচরের ৩২ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে তোলা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২ হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৪ জন ঢাকার ও ৪ জন ঢাকার বাইরের।

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ১৩৮ জন। আর মারা গেলেন মোট ২৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.