প্রথম আলোর হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস রিসিভেবল) জয় সরকার গতকাল শুক্রবার (১৮ আগস্ট) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর জয় সরকারকে গত বুধবার দুপুরে ঢাকার মিরপুরের ডেলটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
অবস্থার আরও অবনতি হলে গতকাল শুক্রবার ভোরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল বিকেল ৪টা ১৪ মিনিটে চিকিৎসক জয় সরকারকে মৃত ঘোষণা করেন।
গতকাল রাতে মিরপুর বড়বাগ ক্যাথলিক চার্চে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আজ শনিবার সাভারে রাজাসনের ধরেন্ডা মিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকতা শেষে জয় সরকারকে সমাহিত করা হবে। তিনি ২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে প্রথম আলোয় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। পরিবারসহ ঢাকার মিরপুরে বসবাস করতেন তিনি।
জয় সরকার স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তাঁর অকালমৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।