‘ড. ইউনূসের মামলা স্থগিত দাবি বিচার ব্যবস্থায় নগ্ন হস্তক্ষেপ’

0
218

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, ড. ইউনূসের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি। শ্রমিক মামলা করেছেন। অথচ বিভিন্ন দেশের নোবেল বিজয়ীরা এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এটা একটা দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা মামলা স্থগিতের কথা বলতে পারেন না। তারা বলতে পারতেন, ইউনূস যেন ন্যায় বিচার পান। তারা আইনি লড়াইয়ের জন্য এ দেশে আইনজীবী পাঠাতে পারতেন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে জয় বাংলা ঐক্য মঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাবেক এই মন্ত্রী প্রশ্ন করে বলেন, বহু নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু ইউনূস নিয়ে কেন এত সবার আগ্রহ?

তিনি আরও বলেন, আজ বিএনপি তার পক্ষে গেছেন। অথচ এই ইউনূস খালেদা জিয়াকে মাইনাস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই বিএনপি নির্বাচনে না এসে সরকারের পদত্যাগ চান, তত্ত্বাবধায়ক সরকার চান। তারা আরও একটা এক এগারোর সরকারের জন্য কাজ করছে।

সভায় বক্তারা বলেন, একজন বাংলাদেশি কখনও স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করতে স্মৃতিসৌধে যান না। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলে নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন সেই মানুষটির নাম ড. ইউনূস। সেই প্রশ্নবিদ্ধ ব্যক্তি বাংলাদেশের সম্মানিত কেউ হতে পারেন না।

অজয় বাংলা ঐক্য মঞ্চের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান চাঁন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, জয় বাংলা ঐক্য মঞ্চের ভাইস চেয়ারম্যান কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট নাজমা কাওসার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালালসহ সংগঠনের অন্যান্য নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.