বদলে গেলো দেশের ১৪ হাসপাতালের নাম

0
38
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

দেশের জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ তথ্য জানায়।

প্রশাসন-১ শাখার সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা গেছে, নাম পরিবর্তন করা ১৪টি হাসপাতাল হলো– বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর; শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ; শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল; শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা; শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা; শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ; শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ; শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জ; ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ; শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর; শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা; বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ; কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর।

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা; ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা; গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল , গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল, দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ; মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.