জাতিসংঘের সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার আগমনের মুহূর্তেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। চলন্ত এসকেলেটরে পা রাখার ঠিক পরেই থেমে গেল চলমান সিঁড়ি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের ভিডিওগ্রাফার হয়তো ভুলবশত কোনো সেফটি বাটনে চাপ দেন। আর তাতেই ঘটে এই বিপত্তি। খবর বিবিসির।
এইদিন বিশ্ব নেতাদের উদ্দেশে দেয়া ভাষণের সময় টেলিপ্রম্পটারটিও কাজ না করার পর ট্রাম্প মজা করে অভিযোগ করেন এই ঘটনা নিয়ে। তিনি জানান, জাতিসংঘের কাছ থেকে দুটি জিনিস পেয়েছেন তিনি— খারাপ এসকেলেটর ও বাজে টেলিপ্রম্পটার।
তবে জাতিসংঘ তাদের বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে, এই দায় তাদের নয়, বরং ট্রাম্পের টিমেরই।