টেলিগ্রামের সিইও গ্রেফতার

0
28
টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। ছবি: বিবিসি নিউজ।

ফ্রান্সে আটক হলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। দেশটির লা বুরজে বিমানবন্দর থেকে তাকে আটক করে ফরাসি পুলিশ। রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে, আজারবাইজান থেকে প্রাইভেট জেটে ফ্রান্সে পৌঁছান ৩৯ বছর বয়সী দুরভ। আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো তার বিরুদ্ধে।

জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে ফ্রান্সে। দাবি- নজরদারির সুযোগ না থাকায়; অপরাধী চক্রের মধ্য বহুল ব্যবহৃত অ্যাপটি। রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলোয় ব্যাপক জনপ্রিয় এটি।

এর আগে, ২০১৩ সালে, রুশ নাগরিক দুরভ প্রতিষ্ঠা করেন অ্যাপটি। এরপর ২০১৮ সালে রাশিয়ায় নিষিদ্ধ হয়। তিনবছর পরই পূণরায় সেটি চালু হয়। বর্তমানে, টেলিগ্রামের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯শ’ মিলিয়ন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.