টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

0
98
টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে আগামী ২০ অক্টোবর পর্দা নামবে ১০ দলের এই টুর্নামেন্টের।

সূচি অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। এদিন হোম অব ক্রিকেট মিরপুরে সন্ধ্যা ৭টায় কোয়ালিফায়ার পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

বিশ্বকাপে গ্রুপ অব ডেথখ্যাত ‘বি’তে পড়েছে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফায়ার খেলে আসা দল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও বাছাইপর্বের একটি দল খেলবে।

গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে ৫ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষে উইন্ডিজ। আর গ্রুপ পর্বে চতুর্থ ও শেষ ম্যাচে ১২ অক্টোবর টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জ্যোতির দল। আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড আর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। দুটি ম্যাচই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে হবে।

একনজরে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
৩ অক্টোবর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৭টা মিরপুর
৫ অক্টোবর ইংল্যান্ড সন্ধ্যা ৭টা মিরপুর
৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৩টা মিরপুর
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা মিরপুর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.