টাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড আর্সেনালের

0
183
এফএ কমিউনিটি শিল্ড হাতে আর্সেনালের উচ্ছ্বাস। আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, ছবি : রয়টার্স

ম্যানচেস্টার সিটি ১ (৪): (১) ১ আর্সেনাল

টাইব্রেকার রোমাঞ্চে চ্যাম্পিয়ন বধের দিন! আজকের দিনটিকে এ নামে সম্বোধন কি ভুল হবে?

মেয়েদের বিশ্বকাপ ফুটবলে বিকেলে নাটকীয় টাইব্রেকারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে দিয়েছে সুইডেন। রাতে আরেকটি ‘অপ্রত্যাশিত’ টাইব্রেকারে গত মৌসুমে ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল আর্সেনাল। ঘুরে তুলল মৌসুমের সূচনাসূচক ট্রফি এফএ কমিউনিটি শিল্ড।

লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে গড়ানো ম্যাচে পেপ গার্দিওলার সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে গানাররা। নির্ধারিত সময় শেষে খেলা ১-১ সমতায় ছিল।

কমিউনিটি শিল্ডের টাইব্রেকারকে ‘অপ্রত্যাশিত’ বলার কারণ পরম সৌভাগ্যে পাওয়া আর্সেনালের গোল আর গোলের মুহূর্তটা। ৭৭ মিনিটে তরুণ কোল পারমারের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। নির্ধারিত ৯০ মিনিটের পর ৮ মিনিট যোগ করেছিলেন রেফারি স্টুয়ার্ট আটওয়েল। সেই যোগ করা সময়ও পেরিয়ে গিয়েছিল। বলা যায়, যোগ করা সময়ের অতিরিক্ত সময় চলছিল। তখনও সিটি এগিয়ে। ‘ফুরিয়ে যাওয়া সময় ফেরত এনে’ আর্সেনাল সমতা আনবে—এমন কামনা বোধ হয় দলটির পাঁড় ভক্তও করেননি। কিন্তু হয়েছে সেটাই।

অন্তিম মুহূর্তে ডি বক্সে ঢোকার মুখে বল পেয়ে যান আর্সেনালের লিয়ান্দ্রো তোসার। তাঁর নেওয়া জোরালো শট সিটির মানুয়েল আকানজির গায়ে লেগে দিক পাল্টে আশ্রয় নেয় জালে! ব্যস, ১-১!

১১৫ বছরের পুরোনো কমিউনিটি শিল্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয় না। সমতায় থাকলে ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে। সেখানে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পর একে একে সফল স্পট কিক নেন সমতা ফেরানো তোসার, বুকায়ো সাাকা ও ফাবিও ভিয়েরা।

সিটির হয়ে জালের দেখা পান শুধু বের্নার্দো সিলভা। কেভিন ডি ব্রুইনার শট লাগে বারে আর রদ্রির শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল। তাতে ৪-১ ব্যবধানের জয়ের মৌসুমের প্রথম ট্রফির স্বাদ পেয়ে যায় গানাররা। আর কোচ মিকেল আরতেতা পান তৃতীয় ট্রফির দেখা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.