ইউরোপা লিগের সেমিফাইনালে সেভিয়ার বিপক্ষে হেরে মন ভেঙেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। দায়িত্বের প্রথম বছরেই মেজর শিরোপা জয়ের সুযোগ ছিল এরিক টেন হ্যাগের।
ওই আশাভঙ্গের পর বহুকষ্টে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটন এন্ড হোব আলবিয়নকে হারিয়েছে তারা।
রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোন দল। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে প্রথম ছয়টি শটেই গোল পায় দুই দল। সপ্তম শটে ব্রাইটন গোল করতে পারেনি। ভিক্টর লিনডলফ গোল করে দলকে ফাইনালে তুলে নেন।
এর আগে শেফিল্ড ইউনাইটেডকে সহজেই হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে ইতিহাস গড়ে এফএ কাপের ফাইনালে উঠেছে সিটিজেনরা।
এবার এফএ কাপের ফাইনালে ম্যানইউ ও ম্যানসিটি মুখোমুখি হবে। অর্থাৎ এফএ কাপের ফাইনালে দেখা যাবে ম্যানচেস্টার ডার্বি। আগামী ৩ জুন ফাইনালে দুই দল মুখোমুখি হবে।