ঝালকাঠিতে কেন্দ্র ঘোষিত বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ওসি ওপারেশন ফিরোজ কামাল, এসআই নজরুল ও এসআই শফিকুলসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হন। এছাড়াও বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকাল ১১ টায় ঝালকাঠি জেলা বিএনপির আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে বের হলে পুলিশ বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ প্রসঙ্গে ঝালকাঠির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শেষে নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে আমাদের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠির থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বিএনপির দলীয় কার্যালয় থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ওসি ওপারেশনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।