ঝরনায় গোসলে গিয়ে মাথায় পড়ল পাথর, ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
7
চট্টগ্রামের মীরসরাইয়ে ঝরনায় গোসল করতে গিয়ে মাথায় পাথর পড়ে মাহবুব আলম (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে ঝরনায় গোসল করতে গিয়ে মাথায় পাথর পড়ে মাহবুব আলম (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মাহবুব আলম ঢাকার শনির আখড়া ধনিয়া নয়াপড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
 
মাহবুব আলম ঢাকায় ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে রিটেল পিআরএম শাখার কর্মকর্তা ছিলেন।
 
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘শুক্রবার দুপুরে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে এসে গোসল করতে নেমে মাথায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করি আমরা।’
 
ব্যাংক কর্মকর্তা মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সালেহ বলেন, ‘খৈয়াছড়া ঝরনায় বেড়াতে এসে মাথায় পাথর পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। লাশের সুরতহালে দেখা যায়, পাথরের আঘাতে তার মাথা থেতলে গেছে। নিহত ব্যক্তির পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.