পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি জ্বরে আক্রান্ত হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান আসরে তাদের চতুর্থ ম্যাচ খেলবে ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচে তার খেলা নিয়ে তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পিসিবি বলেছে, ‘গত কিছু দিনে দলের বেশ ক’জন জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা আবার সুস্থও হয়ে উঠেছেন।’ এর আগে পাকিস্তানের তরুণ লেগ স্পিনার উসামা মীর অসুস্থ ছিলেন।
বিশ্বকাপে ভারত তিন ম্যাচের মধ্যে দুটি জয় পেয়েছে। তবে কোন ম্যাচেই সেরা ছন্দের সেই শাহিন আফ্রিদিতে দেখা যায়নি। তিনি ফিটনেস জটিলতায় ভুগছেন, যে কারণে তার বলের গতি কমে গেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম।