জুলাই সনদ: ‘শুধু মৌখিক অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দিতে হবে’

0
11

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, তার দল এমন সংবিধান চায়, যেখানে ক্ষমতার ভারসাম্য ও গণমানুষের অধিকার সমুন্নত থাকবে। আর জুলাই সনদ নিয়ে শুধু মৌখিক অঙ্গীকার নয়, এটিকে আইনি ভিত্তি দিতে হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে যুবশক্তি আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেছেন, বিদ্যমান সংবিধানের ভিত্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নতুন সংবিধানের বিষয়ে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি।

দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, এনসিপি কোন দলের সাথে জোট বা পিআর নিয়ে যুগোপৎ আন্দোলনে যাবে না। তবে এনসিপি উচ্চকক্ষে পিআর এর বাস্তবায়ন চায় বলে জানান তিনি।

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চকক্ষে এনসিপির পিআর পদ্ধতি চাওয়ার কথা জানান আখতার হোসেনও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.