২০২২-২৩ শিক্ষা বর্ষের ৪র্থ বর্ষ সমাপনিতে উত্তীর্ণ ডিপ্লোমা প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেছে জুম কালচারাল সেন্টার। রাঙ্গামাটির শিল্পকলা একাডেমীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সনদ বিতরণ করেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। রাঙ্গামাটিতে অবস্থিত ‘জুম কালচারাল সেন্টার’ নানিয়ারচার গ্রন্থাগার কাম সাংস্কৃতিক একাডেমীর অধীনে রেজিস্ট্রেশন করে ডিপ্লোমা সনদ দিয়ে থাকে।
ডিপ্লোমা অর্জনকারী ৬জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সাটিফিকেট বিতরণ এবং বাকী ৩৬জন ছাত্র/ছাত্রীকে বার্ষিক সনদ প্রদান করা হয়েছে। সনদপত্র প্রদান অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা উপস্থিত শিশু,অভিভাবদের ধন্যবাদ ও অভিবাদন জানান। তিনি অনুপ্রেরণা দিয়ে বলেন তোমরা প্রেকটিস করতে থাকো আর পরিশ্রম করতে থাকো, দেখবে একদিন সমাজ তথা রাস্ট্রের সর্বোচ্চ শিকরে পৌঁছে গিয়েছো।
বিশেষ অতিথির বক্তব্যে রনজিত দেওয়ান বলেন প্রথমে শিশুদের নিরহংকারী করে গড়ে তুলতে হবে। আমি ছোটবেলা সারাক্ষণ আ আ করে গান চর্চা করেছি। আমাকে অনেকে পাগল বলেছে আর যদি সেই পাগলামি করে গান চর্চা না করতাম তাহলে আজকের সমাজ আমাকে রনজিত দেওয়ান হিসেবে চিনতো না। তাই বলবো বেশি বেশি করে চর্চা করতে থাকো একদিন সুফল পাবে।
এই প্রসঙ্গে সাখাওয়াত হোসেন রূবেল বলেন, নিজেদের সংস্কৃতি নিজেদেরই রক্ষা করতে হয় আর এসব সংস্কৃতি রক্ষা করে সাধারণ জনগণ। শহরের ধনীশ্রেণীর লোকেরা সেটা করে না। উদাহরণ দিয়ে বলেন ধর্ম রক্ষা করেও সাধারণ জনগণ। রাঙ্গামাটি রাজবন বিহারে কতজন স্থানীয় ধনী ব্যক্তি যান? এখানে গ্রাম থেকে এসে প্রতিদিন শতশত নর-নারী এটার সেবা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে মনোজ বাহাদুর গুর্খা শিশুদের উদ্দেশ্যে বলেন তোমরাই জাতির ভবিষ্যত এবং পরবর্তী প্রজন্মকে তোমরা একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ উপহার দেবে।
স্বাগত বক্তব্য রাখেন জুম কালচারাল সেন্টারের পরিচালক ও সংগীত প্রশিক্ষক সচিব চাকমা। তিনি বলেন জুম কালচারাল সেন্টার ২০১৫সালে স্থাপনের পর থেকে ৪ বছরের ডিপ্লোমা কোর্স চালু করেছে। প্রতি বছর শেষে পরীক্ষার মাধ্যে তাদের অগ্রগতি যাছাই করা হয় এবং মূল্যায়ন সদন প্রদান করা হয়। এযাবৎ ১২০জন শিক্ষার্থী বিভিন্ন কোর্সে অংশ গ্রহন করেছে এবং ১৩জন কোর্স সমাপ্ত করেছে।
প্রধান অতিথি রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা অনুষ্ঠানে উপস্থিত হলে ফুল দিয়ে বরণ করে এবং তাকে স্মৃতি স্মারক ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন জুম কালচার সেন্টার পরিবার।
গত ১৪ জুন অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিদের নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চাকমা গানের কিংবদন্তি বিশিষ্ট সুরকার, গীতিকার ও সংগীত শিল্পী রনজিত দেওয়ান; রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বিশিষ্ট সুরকার, গীতিকার, সংগীত শিল্পী ও সুর নিকেতনের পরিচালক মনোজ বাহাদুর গুর্খা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন www.dailyprovatalo.com/ দৈনিক প্রভাত আলো সম্পাদক, এফআইটিভি চেয়ারম্যান ও জুম কালচারাল সেন্টারের তথ্য ও প্রকাশনা সম্পাদক মহাবীর চাকমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন নানিয়ারচর কালচারাল একাডেমীর পরিচালক তপন জ্যোতি চাকমাসহ অভিভাবক শিক্ষার্থিবৃন্দ।
সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ শেষে সভাপতির বক্তব্যে মহাবীর চাকমা বলেন ‘আজকের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ছুটির দিনে ও ঈদের আগ মহুর্তে ব্যস্ততম সময়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের ও আমাদের সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সেই সাথে বিশেষ অতিথি ও অভিভাবকদের অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মাধ্যমে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে ডিপ্লোমা প্রাপ্তদের মধ্যে অরুনা দেওয়ান, জহিতা চাকমা ও অতিথি শিল্পী অনিক চাকমা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সংগীত শিক্ষক ও বিশিষ্ট উপস্থাপক বিজ্ঞান্তর তালুকদার।