জিআই পেলো আরও ২৪ পণ্য

0
19
নতুন করে জিআই পাওয়া পণ্য

নতুন করে আরও ২৪টি দেশীয় পণ্য ভৌগোলিক নির্দেশকের (জিআই) স্বীকৃতি পেয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি আরও জানান, নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরী লিচু, ব্রাক্ষণবাড়িয়ার ছানামুখী মিষ্টিসহ ২৪টি পণ্যকে জিআই সনদ দেয়া হয়েছে। সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্ব নিশ্চিত করার জন্য আইনি কাঠামো আরও জোরদার করা প্রয়োজন।

নতুন করে জিআই পাওয়া পণ্যের তালিকা

সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, পেটেন্টের আওতায় দেশের গানগুলোর অডিও ভিজ্যুয়াল সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারলে বিশ্ববাজারে আমাদের গান ও শিল্পীদের টিকে থাকতে সহজ হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.