জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধনে হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ‘নান্দিনা এলাকাবাসীর ব্যানার’–এ রেলস্টেশনের প্ল্যাটফর্মে এই কর্মসূচি পালিত হয়। এ সময় একটি ট্রেন আটকে কিছুক্ষণ বিক্ষোভ করা হয়।
অবরোধের কারণে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী বেসরকারি কমিউটার ট্রেনটি নান্দিনা স্টেশনে আটকা পড়েছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ১০ মিনিট পর অবরোধকারীরা সরে যান। আটকা পড়া ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন অসংখ্য যাত্রী নান্দিনা রেলস্টেশন থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যান। এ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা ট্রেন। কিন্তু ওই স্টেশনে একটি মাত্র আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার যাত্রীরা দুর্ভোগের মধ্যে রয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে নান্দিনা এলাকার বিক্ষুব্ধ শতাধিক লোক স্টেশনের প্ল্যাটফর্মে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে কমিউটার ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে আজকের মতো কর্মসূচি স্থগিত রাখা হয়।
এ বিষয়ে জানতে নান্দিনা রেলওয়ে স্টেশনমাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
জামালপুর রেলওয়ে স্টেশনমাস্টার আছাদ উজ জামান বলেন, ‘নান্দিনা এলাকার লোকজন আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকিয়ে রাখার খবর শুনেছিলাম। তবে তাঁরা ট্রেনটি অবরোধ করেননি। তবে সেখানে মানববন্ধন হয়েছে। কমিউটার ট্রেন আটকে বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই।’
এর আগে ১৭ মে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশনের কার্যক্রম চালু এবং সেখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইনের ওপর স্লিপার ফেলে বিক্ষোভ হয়েছিল। এই কমসূচির কারণে জামালপুর-ময়মনসিংহ রুটে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। একই দাবিতে ১৬ মে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নবাসীর ব্যানারে কেন্দুয়া বাজার স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ হয়েছিল।