জাভার যাত্রা শুরু। সানওয়ার্ল্ড ’৯৫ সম্মেলনে ১৯৯৪ সালে ২৩ মে আনুষ্ঠানিকভাবে সান মাইক্রোসিস্টেমস ইনকরপোরেটেড তাদের নতুন দুটি প্রোগ্রাম জাভা ও হটজাভার ঘোষণা দেয়।
২৩ মে ১৯৯৪
জাভা প্রোগ্রামিং ভাষার শুরু
সানওয়ার্ল্ড ’৯৫ সম্মেলনে ১৯৯৪ সালে ২৩ মে আনুষ্ঠানিকভাবে সান মাইক্রোসিস্টেমস ইনকরপোরেটেড তাদের নতুন দুটি প্রোগ্রাম জাভা ও হটজাভার ঘোষণা দেয়। জাভাকে বর্ণনা করা হয় প্রোগ্রামিং ভাষা হিসেবে, যা হটজাভা ওয়ার্ল্ডওয়াইড ওয়েব ব্রাউজারের সঙ্গে মিলিত হয়ে অনলাইনের জন্য সর্বজনীন সেরা একটা অপারেটিং সিস্টেম হয়ে উঠবে। জাভার পেছনে ভাবনা ছিল, এটি এমন এক প্রোগ্রামিং ভাষা হয়ে উঠবে, যা দিয়ে তৈরি সফটওয়্যার ব্যবহারকারী যেকোনো অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে মেকিন্টোশ, আইবিএম ও ইউনিক্স—এই তিন ঘরানার এক কম্পিউটার থেকে আরেকটায় ব্যবহার করার জন্য সফটওয়্যার রূপান্তরের যে সমস্যা তা দূর করাও ছিল জাভার উদ্দেশ্য।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি