বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আবু হাসান।
পদত্যাগপত্রে উপাচার্য বলেন, ‘আপনার আদেশক্রমে আমাকে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।
এদিকে, জাবির প্রক্টর ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষের পদ ছেড়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরও পদত্যাগ করেছেন। সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
মো. মাহাদী ইসলাম ধ্রুব