জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, গুজব বলছে রাশিয়া

0
153
জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্র, ফাইল ছবি রয়টার্স

আইএইএ আবার বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার জোর দাবি জানিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পরপরই মার্চের শুরুর দিকে রাশিয়ার বাহিনী বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়। বিদ্যুৎকেন্দ্রটির চারপাশে গোলাগুলির জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করে আসছে। এমন অবস্থায় আইএইএ ইউক্রেনের পাঁচটি পারমাণবিক স্টেশনে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ নিয়োগ দেয়।

আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি গত সপ্তাহে ইউক্রেন সফর করেন। তিনি বলেন, আইএইএর পর্যবেক্ষকেরা তাঁদের বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে নিয়মিত বিস্ফোরণ হওয়ার খবর জানিয়েছেন।

রাফায়েল গ্রোসি আরও বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৮টি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে অফিসের জানার কাচগুলো ভেঙে পড়ে এবং বিদ্যুৎকেন্দ্রটি কাঁপতে থাকে। আজও অনেক শব্দ শোনা গেছে।

রাশিয়ার এক কর্মকর্তা রাফায়েল গ্রোসির বক্তব্যকে নাকচ করে একে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

রোজেনেরগোয়াতম কোম্পানির প্রধানের উপদেষ্টা রেনাত কারচা বলেন, গ্রোসির কথাগুলো ভিত্তিহীন। রোজেনেরগোয়াতম কোম্পানিটি রাশিয়ার পারমাণবিক কেন্দ্রগুলোতে কার্যক্রম পরিচালনা করছে।

তাসকে দেওয়া সাক্ষাৎকারে রেনাত কারচা বলেন, ‘আমি শুধু একে উসকানি বলতে পারি। এ ধরনের তথ্য সরবরাহের আগে তা যাচাই-বাছাই করে নেওয়া প্রয়োজন এবং তা যেন গুজবভিত্তিক তথ্য না হয়, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.