জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ইসি আনিছুর রহমান

0
156
ইসি আনিছুর রহমান

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষকদের। তাঁরা পরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘বড় কর্মযজ্ঞ শুরু হচ্ছে। এটা নিয়ে বলা যায়, ২০২৪ সালের গোড়ার দিকে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা এখনো তারিখ ঠিক করিনি। সেই দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আজ শুরু হয়ে গেল।’

সংবিধানে জাতীয় সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। আগামী বছরের ২৯ জানুয়ারি চলতি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে। তার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে। ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে এই নির্বাচন করতে হবে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.