জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের একটি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুন জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে সব কর্মকর্তার উপস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন এবং সবার মতামতের ভিত্তিতে একটি গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি হিসেবে কাজী আরফান আশিক, সহ-সভাপতি মোহাম্মদ গাজী সালাউদ্দিন ও মহাসচিব হিসেবে এম. রবিউল ইসলামকে মনোনীত করা হয়।
এছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে সুস্মিতা পাইক, সাংগঠনিক সম্পাদক মো. আজহার হোসেন, কোষাধ্যক্ষ মো. জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ফারহানা সাঈদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তৌহিদ খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন এবং নির্বাহী সদস্য হিসেবে জেসমিন সুলতানা ও মো. রবিউল ইসলামকে মনোনীত করা হয়।