জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, যা বললেন এ্যানি

0
10
এনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই-আগস্টের গণঅভ্যুথানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নতুন দলকে স্বাগত জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, দলটি পাহাড়সমান শক্তি দিয়ে আগামী দিনে রাজনীতি করবে।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে জানিয়ে তিনি আরও বলেন, দলটি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসেছে। এরই মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিগত ১৫-১৬ বছরে ফ্যাসিবাদী যে শাসক ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি। সর্বশেষ জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিলে একসঙ্গে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি।

দেশের বর্তমান সংকট ও ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে এ্যানি বলেন, দেশের বর্তমান ষড়যন্ত্র মোকাবিলায় এই মুহূর্তে প্রয়োজন সুদৃঢ় ঐক্য।

তিনি বলেন, যে ফ্যাসিবাদী শক্তি এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত, তাকে মোকাবিলা করতে হবে। আমাদের ঐক্য নষ্ট করতে ফ্যাসিবাদীরা লুটের টাকায় দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.