জলবায়ু বিপর্যয়ের চেয়েও বড় ঝুঁকি কৃত্রিম বুদ্ধিমত্তা

সাক্ষাৎকারে জিওফ্রে হিন্টন

0
138
এআই গডফাদার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জলবায়ু পরিবর্তনের চেয়েও বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে। ‘এআই গডফাদার’ নামে পরিচিত সাবেক গুগল কর্মকর্তা জিওফ্রে হিন্টন শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ।

সাক্ষাৎকারে জিওফ্রে বলেন, জলবায়ু বিপর্যয়ে কী করণীয় তা সহজেই অনুধাবন করা যায়। কার্বন পোড়ানো বন্ধ করলে বা কমালেই এ ঝুঁকি হ্রাস করা সম্ভব। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলার করণীয় সম্পর্কে আমরা কেউই স্পষ্ট জানি না। জলবায়ু পরিবর্তনকে ছোট বিষয় হিসেবে দেখছি না আমি। এটি অবশ্যই একটি বড় ঝুঁকি। তবে আমার মনে হয় এর চেয়েও বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে এআই।

গুগলে কয়েক দশক চাকরির পর সম্প্রতি অবসর গ্রহণ করেছেন জিওফ্রে। চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এআইর ঝুঁকি নিয়ে সাবধান করে আসছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার  ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম আশঙ্কা প্রকাশ করছেন তিনি। মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বেশি দক্ষতা অর্জন করে বিশ্বকে নিয়ন্ত্রণ করা শুরু করলে কী হতে পারে, সে বিষয়ে উদ্বিগ্ন জিওফ্রে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.