‘জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে’

0
14
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ

জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ। তিনি বলেন, কমিটিতে স্বরাষ্ট্র, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টাসহ উধ্বর্তন কর্মকর্তারা রয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শারমিন এস মুরশীদ বলেন, প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ সময় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি।

সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, মন্দিরে হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়েছে। নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার জনবল কাজ করবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তারা কাজ করবে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.