ছোটবেলায় সিনেমা করেছি কিন্তু এখন রেডি না: ফারিণ

0
7
ফারিন খান

সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু। ‘ধ্যাততেরিকি’ ছবির নায়িকা ছিলেন তিনি। তবে সিনেমা নয়, ফারিন খান এখন পুরোপরি নাটকের অভিনেত্রী। মাঝে মধ্যে আবার উকি দিচ্ছেন ওটিটির পর্দায়ও। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব-ফিল্ম। সম্প্রতি নিজের কাজসহ বেশকিছু বিষয় নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন ফারিন।

সিনেমা নিয়ে ভাবনা..
আপাতত সিনেমা নিয়ে কোনো ভাবনা নেই। কারণ, এখন আমি বুঝে গেছি সিনেমা অনেক বড় একটা জার্নি। সেটার জন্য নিজেকে প্রস্তুত হতে হয়। সেই জায়গা থেকে আমি সিনেমার জন্য রেডি না। যারা আমাকে পছন্দ করেন তাদেরকে আমি হতাশ করতে চাইনা। নিজেকে তৈরি করেই ফের সিনেমায় ফিরতে চাই না। এজন্য সময় নিয়ে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই সিনেমায় ফিরব।

সিনেমা দিয়েই আপনার অভিনয়ে পথচলা শুরু সেই সিনেমা বাদ দিয়ে আপনি এখন নাটকে। এর কারণ?
তখন আমি অনেক ছোট ছিলাম। সেই ছোটবেলায় সিনেমা করেছি। তখন সবে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। পরে কলেজে ভর্তির ব্যাপার ছিল। ফলে অভিনয় থেকে দূরে ছিলাম। মাঝখানে করোনার কারণে কাজ করা হয়নি। অনেকটা না বুঝে সিনেমায় কাজ শুরু করেছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম, আমাকে আরও অনেক কিছু শিখতে হবে। যখন সিনেমা করব, তখন সিনেমার উপযুক্ত হয়েই কাজ করব। তাই নাটকে।

সিনেমা থেকে নাটকে অভিনয় শুরুর যাত্রাটা কেমন ছিল?
২০২২ সালের শেষের দিকে মঞ্চনাটকের দল প্রাচ্যনাটে যোগ দেই। তখন ভাবলাম, শুধু সিনেমার জন্য অপেক্ষা না করে ছোট পর্দায়ও কাজ করতে পারি। সেই ভাবনা থেকে অমি ভাইয়ের ‘ফিমেল’ দিয়ে শুরু করি। এখন নিয়মিত নাটকের কাজ করছি।’

অনেক আর্টিস্ট নাটক বাদ দিয়ে ওটিটি-সিনেমা মুখী হচ্ছেন, কিন্তু আপনি নাটকে ফিরছেন..
শুধু যে নাটকের অবস্থাই খারাপ এমনটা না। সিনেমার অবস্থাও একই। ভালো-মন্দের বিষয়টা সময় সময়ই ছিল। আমরা হয়তো খারাপ সময়টা একটু বেশি পার করছি। কারণ, নাটক ইন্ডাস্ট্রির বড় বড় অভিনয়শিল্পী যারা ছিলেন, তারা এখন এখানে কাজ করছেন না। তারা পুরোটাই ওটিটি-সিনেমামুখী হয়েছেন। কেউ কেউ আবার পুরোপুরি সিনেমায় মন দিয়েছেন। এ গ্যাপটা পূরণ করাও তো সময়ের ব্যাপার। আমরা তাদের জায়গাটাই ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি, সময় এক থাকে না। ভালো-মন্দ নিয়েই আমাদের পথ চলতে হয়।

বর্তমানে ভালো কাজের চেয়ে ভিউ নিয়ে অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে, কনটেন্টের উল্টোপাল্টা নাম নিয়ে সমালোচনা হয়। এটাকে কিভাবে দেখছেন?
ভিউ বিষয়টি আমি পজিটিভভাবেই দেখি। কারণ, ভিউ আমাদের কাজের ক্ষেত্রে উৎসাহিত করে। তবে একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, কাজটাকেই আগে মূল্যায়ন করা দরকার। কাজ কতটা মানসম্পন্ন হচ্ছে, মানসিকভাবে শান্তি দিচ্ছে কিনা, তার দিকে খেয়াল রাখতে হবে।

আপনি তো স্কুলের শিক্ষিকা ছিলেন। সেটা কি কন্টিনিউ রেখেছেন
শিক্ষকতা পেশা আমার ভালোলাগে। কয়েক বছর আগে একটি সংস্থার দুস্থ বাচ্চাদের নিয়ে প্রতিষ্ঠিত স্কুলে পড়াতাম। সেখানে একবছর বেশি সময় ক্লাস নিয়েছি। পরে সেটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। তবে ওই সময়টা আমার জীবনে দারুণ অভিজ্ঞতা।

নতুন কাজের খবর?
কাজের মধ্যেই আছি। সম্প্রতি তেলের জিজ্ঞাপনের জন্য শুটিং করেছি। নাটক তো নিয়মিত করছি। ক’দিন আগেই দীপ্ত প্লেতে ‘ত্রিভুজ’ নামে একটি ওয়েবফিল্ম মুক্তি হয়েছে। এছাড়া মুশফিক আর ফারহান ভাইয়ের সঙ্গে তিনটি নাটক শেষ করেছি। এছাড়া হাতে বেশকিছু কাজ রয়েছে। যেগুলোর শুটিং হবে আগামী মাসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.