ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেওয়ায় সোর্সকে কুপিয়ে হত্যা

0
25
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ফরমা আল আমিন ওরফে পাতা আল আমীনকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার গিট্টু রিপন। ছবি: সংগৃহীত

ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেওয়ার জেরে রাজধানীর মোহাম্মদপুরে ফরমা আল আমিন ওরফে পাতা আল আমীনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডের এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পাতা আলামিন পুলিশের কাছে ফর্মা আলামিন হিসেবে পরিচিত। রাজধানীর শেরেবাংলা নগরের ছিনতাইয়ের ঘটনায় গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দেন পাতা আল-আমিন। এর জেরে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য রাত ৯টার দিকে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে আলামিনকে কুপিয়ে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান জানান, পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যার দিকে আল-আমিনকে ৬ নম্বর রোডে কুপিয়ে হত্যা করে মোশারফ বাহিনী। এ ঘটনায় পাশে উপস্থিত থাকা রিপন ওরফে গিট্টু রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

নিহতের বাবা রিপন বলেন, মাগরিবের পরে আলামিনের মায়ের মোবাইলে একজন ফোন করে জানান কাজল আলামিনকে খুঁজতেছে। এই ফোন পাওয়ার পরে আল আমিন বাসা থেকে বের হয়। পরে খবর পাই মোশারফরা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আমরা বর্তমানে চাঁদ উদ্যান ৫ নম্বর রোডে থাকি। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার হাঁটুলিয়া বাগানবাড়ি এলাকায়। আলামিন পাঁচ বছরের একটি ছেলে সন্তানের জনক।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.