‘ছাইয়া ছাইয়া’ থেকে ‘মুন্নি বদনাম’, মালাইকাকে নিয়ে এ তথ্যগুলো জানতেন কি

0
191
মালাইকা অরোরা

অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, মডেল, সঞ্চালক—অনেক পরিচিতি তাঁর। তবে মোটাদাগে হিন্দি সিনেমার ভক্তদের কাছে তিনি পরিচিত আইটেম গানের অভিনেত্রী হিসেবে। তিনি আর কেউ নন, মালাইকা অরোরা। আজ ২৩ অক্টোবর তাঁর ৫০তম জন্মবার্ষিকী। ভোগ ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য।

১৯৭৩ সালের আজকের দিনে মহারাষ্ট্রের থানেতে জন্ম মালাইকার। তাঁর বয়স যখন মাত্রা ১১, তখনই তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে তিনি তখন চলে আসেন মুম্বাইয়ের চিম্বুরে। মালাইকা নামটি নেওয়া হয়েছে সোয়াহিলি ভাষা থেকে, যার অর্থ দেবতা
১৯৭৩ সালের আজকের দিনে মহারাষ্ট্রের থানেতে জন্ম মালাইকার। তাঁর বয়স যখন মাত্রা ১১, তখনই তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে তিনি তখন চলে আসেন মুম্বাইয়ের চিম্বুরে। মালাইকা নামটি নেওয়া হয়েছে সোয়াহিলি ভাষা থেকে, যার অর্থ দেবতাএএনআই

এমটিভিতে ভিজি হিসেবে পরিচিতি পান মালাইকা। তবে ১৯৯৮ সালে ‘দিল সে...’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গান দিয়ে সাধারণ দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান। মণিরত্নম পরিচালিত সিনেমাটিতে চলন্ত ট্রেনের ছাদে তাঁর উদ্দাম নৃত্য সেই সময়ের তরুণদের ঘুম হারাম করেছিল
এমটিভিতে ভিজি হিসেবে পরিচিতি পান মালাইকা। তবে ১৯৯৮ সালে ‘দিল সে…’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গান দিয়ে সাধারণ দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান। মণিরত্নম পরিচালিত সিনেমাটিতে চলন্ত ট্রেনের ছাদে তাঁর উদ্দাম নৃত্য সেই সময়ের তরুণদের ঘুম হারাম করেছিলইনস্টাগ্রাম থেকে

দীর্ঘ ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেলসহ নানা ধরনের কাজ করেছেন। তবে মোটাদাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসেবে। ‘ছাইয়া ছাইয়া’ ছাড়াও ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’, ‘পান্ডে জি সিটি’ ইত্যাদি আবেদনময়ী অবতারে দেখা গেছে তাঁকে
দীর্ঘ ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেলসহ নানা ধরনের কাজ করেছেন। তবে মোটাদাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসেবে। ‘ছাইয়া ছাইয়া’ ছাড়াও ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’, ‘পান্ডে জি সিটি’ ইত্যাদি আবেদনময়ী অবতারে দেখা গেছে তাঁকেইনস্টাগ্রাম থেকে

১৯৯৮ সালে সালমানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। তবে ২০১৭ সালের বিচ্ছেদ হয়। এর আগে থেকেই অভিনেতা অর্জন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। পরে অবশ্য মালাইকা, অর্জুন—দুজনেই তাঁদের সম্পর্কের কথা খোলাখুলিভাবে স্বীকার করেন
১৯৯৮ সালে সালমানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। তবে ২০১৭ সালের বিচ্ছেদ হয়। এর আগে থেকেই অভিনেতা অর্জন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। পরে অবশ্য মালাইকা, অর্জুন—দুজনেই তাঁদের সম্পর্কের কথা খোলাখুলিভাবে স্বীকার করেনইনস্টাগ্রাম থেকে

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, অর্জন কাপুরের সঙ্গে সম্পর্ক—সব মিলিয়ে ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের মুখে পড়েছেন মালাইকা। এ প্রসঙ্গে তিনি টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। বিচ্ছেদ হয়েছে, এটা নিয়ে ব্যাপক পারিবারিক চাপ সামলাতে হয়েছে; সন্তানেরা মা-বাবার বিচ্ছেদের সঙ্গে কীভাবে মানিয়ে নেবে, সেটাও ভাবতে হয়েছে। এ ছাড়া আরও অনেক বিষয় ছিল। কতটা কঠিন পরিস্থিতি পার করেছি, সেটা কেবল আমিই জানি’
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, অর্জন কাপুরের সঙ্গে সম্পর্ক—সব মিলিয়ে ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের মুখে পড়েছেন মালাইকা। এ প্রসঙ্গে তিনি টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। বিচ্ছেদ হয়েছে, এটা নিয়ে ব্যাপক পারিবারিক চাপ সামলাতে হয়েছে; সন্তানেরা মা-বাবার বিচ্ছেদের সঙ্গে কীভাবে মানিয়ে নেবে, সেটাও ভাবতে হয়েছে। এ ছাড়া আরও অনেক বিষয় ছিল। কতটা কঠিন পরিস্থিতি পার করেছি, সেটা কেবল আমিই জানি’ইনস্টাগ্রাম থেকে

আইটেম গান ছাড়াও ভক্ত-অনুসারীদের কাছে মালাইকা পরিচিত তাঁর ফিটনেসের জন্য। ৫০ বছর বয়সেও তিনি যেভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন, তা দেখে যে কেউ হিংসা করবে
আইটেম গান ছাড়াও ভক্ত-অনুসারীদের কাছে মালাইকা পরিচিত তাঁর ফিটনেসের জন্য। ৫০ বছর বয়সেও তিনি যেভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন, তা দেখে যে কেউ হিংসা করবেএএনআই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.