চ্যাম্পিয়নস ট্রফির দল চূড়ান্ত করার শেষ দিন ছিল মঙ্গলবার। এ দিন বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া ও ভারত দল। ভারত হারিয়ে ফেলেছে পেস আক্রমণের মূল ভরসা যশপ্রীত বুমরা। চোটের কারণেই ছিটকে গেলেন ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আসতে যাচ্ছে জানা গিয়েছিল আগেই, কামিন্স-হ্যাজলউডরা ছিটকে পড়েছিলেন। তবে কাল শেষ মুহূর্তে বাঁহাতি পেসার মিচেল স্টার্কও ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় দলের চেহারাটা আরও বদলে গেছে। আফগানিস্তান শেষ মুহূর্তে হারিয়ে ফেলেছে স্পিনার আল্লাহ গজনফরকে। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে নানগায়াল খারোতিকে।
১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধন চ্যাম্পিয়নস ট্রফির। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আট দলের টুর্নামেন্টের ফাইনাল ৯ মার্চ। ভারত ফাইনালে উঠলে সেটি হবে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হলে লাহোরে হবে খেলা।
গ্রুপ ‘এ’
গ্রুপ ‘বি’