চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বুধবার বিকেলে তিনি মারা যান।
চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। এতে একাধিক অঙ্গ বিকল হয়ে মারা গেছেন।
এতে আরও বলা হয়, তিনি ছিলেন ‘উচ্চ প্রতিপত্তি সম্পন্ন এক অসামান্য নেতা’ এবং পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা।
গত কয়েক দশকের ইতিহাসে জিয়াং ছিলেন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি একাধিক মেয়াদে চীনের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে চীন উচ্চগতির প্রবৃদ্ধি দেখেছিল।
জিয়াংয়ের তত্ত্বাবধানে ১৯৯৭ সালে শান্তিপূর্ণভাবে হংকং হস্তান্তর হয়। ১৯৯৯ সালে ধর্মীয় সম্প্রদায় ফালুন গং-কে কঠোর হস্তে দমনের জন্য তিনি সমালোচিত হয়েছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিক্রিয়াশীল ও সংস্কারপন্থীদের মধ্যে এই দ্বন্দ্ব দেখা দিলে তিনি পার্টির শীর্ষ পদে আসেন।