চীনের মধ্যাঞ্চলে ভূমিধসে ১২ জনের মৃত্যু

0
28
ভূমিধসে আটকাপড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি পরিষেবাকর্মীরা। ফাইল ছবি (রয়টার্স)
চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যায় সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সম্প্রচার কেন্দ্রটি বলেছে, এই দুর্যোগের কারণে একতলা একটি ভবন ধসে পড়ে। এতে ১৮ জন মাটির নীচে চাপা পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১২ জনের মরদেহ ও ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
সিসিটিভি আরও জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ২৪০ জনেরও বেশি জরুরি পরিষেবা কর্মকর্তারা কাজ করছেন।

চীনে গ্রীষ্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীনে চলতি মাসে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটিতে মে মাসে কয়েক দিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জন নিহত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.