চীনের ইসরায়েলি দূতাবাসের এক কর্মী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। শুক্রবারে দেশটির রাজধানী বেইজিংয়ের একটি সড়কে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এএফপি জানায়, এক বিদেশি নাগরিক এ হামলা চালান। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন হামলাকারী।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের কম্পাউন্ডের ভেতর এ হামলা হয়নি। আহত কর্মী চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল আছে।
এদিকে বেইজিংয়ের চাওঅং জেলার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বেলা দুইটার দিকে একটি সুপারমার্কেটের প্রবেশপথের বাইরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন এক বিদেশি। আহত ব্যক্তি ইসরায়েলি এক কূটনীতিকের আত্মীয়। তাঁর বয়স ৫০ বছরের মতো।
চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস বলেন, তিনি হামলার এ ঘটনায় স্তম্ভিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ‘ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলা ঘটনায় আমরা স্তম্ভিত।’